নিরাপদ কৃষি উৎপাদন ও বিপণন সুবিধা বাড়াতে সরকার কাজ করছে : কর্মশালায় বক্তারা

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ২২:৫৮
সোমবার সিলেট নগরের একটি হোটেলের হলরুমে সেমিনারের আয়োজন করা হয়। ছবি: বাসস

সিলেট, ২৬ মে ২০২৫ (বাসস) : সিলেটে কৃষি বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন, সারাদেশের কৃষি ব্যবস্থা আধুনিকীকরণ ও সেচ ব্যবস্থা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে জোর দিয়েছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার, টেকসই বাণিজ্যিক কৃষি উৎপাদন ও বিপণন সুবিধা বাড়ানো নিশ্চিত করা হবে।

আজ সোমবার সিলেট নগরের একটি হোটেলের হলরুমে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আঞ্চলিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে।

তিনি দেশের কৃষি ব্যবস্থার উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে মানসম্মত নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

সেমিনারে বলা হয়, এই প্রকল্পটি দেশের ৮টি বিভাগ, ১৪টি অঞ্চল, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বাস্তবায়িত হবে। এই প্রকল্পের আওতায় ৩ লাখ হেক্টর জমিতে ফল ও সবজির আবাদ বৃদ্ধিকরণসহ এক লাখ হেক্টর নতুন আবাদি জমিকে সেচের আওতায় আনা হবে।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য দেশব্যাপী ২ কোটি ২৭ লক্ষ ৫৩ হাজার ৩২১টি কৃষক পরিবারকে আধুনিক স্মার্ট কৃষি কার্ড প্রদানের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবার সম্প্রসারণ করা হবে। 

নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্যোগসমূহকে বিকশিত করে কৃষিক্ষেত্রে নবজাগরণের সৃষ্টিতে এই প্রকল্প যুগান্তকারী ভূমিকা পালন করবে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ডিএই, বিএআরসি, ডিএএম,বিএডিসি, ব্রি,বারি ও বিএমডিএ বাস্তবায়িত পার্টনার প্রকল্পের এই কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রকল্পের প্রোগ্রাম কোর্ডিনেটর আবুল কালাম আজাদ, ডিএই খামার বাড়ী ঢাকার পিসিইউ ডিপিডি ড. রাকিবুজ্জামান খান।

দিনব্যাপী কর্মশালায় সিলেট বিভাগের এইও, ইউএও, জেলা পর্যায়ের কর্মকর্তা, উপপরিচালকসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০