পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় কমিটির মেয়াদ বৃদ্ধি

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:৪১ আপডেট: : ২৭ মে ২০২৫, ১১:৪৪

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : বিসিএস প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ক্যাডারের ৩য় গ্রেড এবং তদূর্ধ্ব পদে কর্মরত থেকে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় গঠিত কমিটির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখার যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনের আবেদন পর্যালোচনার জন্য গত বছরের ১৬ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকের বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে ৫ সদস্যের (মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিব এবং আইন ও বিচার বিভাগের একজন যুগ্মসচিব পদমর্যাদার প্রতিনিধি) একটি কমিটি ঘোষণা করা হয়।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডার ব্যতিরেকে অন্যান্য ক্যাডারের ৩য় গ্রেড এবং তদূর্ধ্ব পদে (যে সব পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ প্রযোজ্য) কর্মরত থেকে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় ওই কমিটির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো।

কমিটির কার্যপরিধি বিষয়ে বলা হয়েছে, কমিটি আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে, কমিটি প্রতিকারের বিষয়ে সুপারিশ পর্যায়ক্রমে বা একসাথে দাখিল করতে পারবে, আদালতের সুস্পস্ট আদেশ রয়েছে এরূপ বিষয়াদি কমিটির আওতা বহির্ভুত থাকবে। কমিটি অনধিক আগামী ৩০ জুন তারিখের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে নেমে ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
১০