সুনামগঞ্জে পিকআপসহ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:৫৬
সুনামগঞ্জে পিকআপসহ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে টাস্কফোর্স। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৭ মে, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার ওয়েজখালি এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে টাস্কফোর্স। যার আনুমানিক মূল্য ১ কোটি ১১লাখ ৬৪ হাজার টাকা।

সোমবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ওয়েজখালী ব্রিজ এলাকা থেকে একটি পিকআপসহ এসব ভারতীয় শাড়ী জব্দ করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ওয়েজখালী ব্রিজ এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপসহ ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করে বিজিবি।

আটককৃত পিকআপের আনুমানিক মূল্য ১৫ লাখ এবং জব্দকৃত ভারতীয় শাড়ীর অনুমানিক মূল্য ৯৬ লাখ ৬৪ হাজার টাকা।

অভিযানে সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ ৯ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা বন্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০