সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনাসভা

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৬:৫৮
সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনাসভা। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৭ মে ২০২৫ (বাসস): জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়নে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান, জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জোবায়ের আহমদ প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান।

এদিকে, মঙ্গলবার হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনলাইনে (ভার্চুয়ালি) উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম। 

এ প্রশিক্ষণে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০