বিনা’য় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:৩৫
মঙ্গলবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ২৭ মে ২০২৫ (বাসস): জেলায় আজ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা)- এর বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত বিনা’র সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়র (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক, বিনার ট্রেনিং ও প্ল্যানিং বিষয়ক পরিচালক ড. সাইফুল হক ভূঁইয়া, গবেষণা পরিচালক ড. মো. হোসেন আলী এবং গবেষণা ও সহায়তা সেবা বিষয়ক পরিচালক ড. মো. আতাউর রহমান। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি বিনা’র উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ফসলের জাত নিয়ে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম ও তার ইতিবাচক ফলাফল তুলে ধরেন। গবেষণাভিত্তিক এই প্রবন্ধে তিনি দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থায় পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন।

এ কর্মশালায় দেশের বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানে কর্মরত গবেষক, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রযুক্তি নির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ:পরিবেশ ও বন উপদেষ্টা
নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা : নৌ পরিবহন উপদেষ্টা
পুরনো ভিডিও দিয়ে ডাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
চট্টগ্রামে অনুমোদনহীন পানির কারখানা সিলগালা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ডিসিসিআই সভাপতির দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত
লন্ডনের ট্রেন শ্রমিকদের ধর্মঘটে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত
নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে গুড়িয়ে শিরোপা জিতল পাকিস্তান
ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এখনো আটক ৬০০
১০