সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪ 

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২০:১২ আপডেট: : ২৭ মে ২০২৫, ২০:২২
সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ। ছবি : বাসস

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে আজ মঙ্গলবার ভোর ৫টায় কুষ্টিয়া জেলা থেকে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার হয়।

পরবর্তীতে, তাদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়। 

অভিযানকালে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড এ্যামোনিশন ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। 

ঢাকা সেনানিবাসের মেস এ-তে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আইএসপিআর-এর পরিচালক লে. কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী আজ এ তথ্য নিশ্চিত করেন। 

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে। 

সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা ও ‘তালিকাভূক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীদের’ অন্যতম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে কোনরূপ ক্ষয়ক্ষতি ও নাশকতা ছাড়াই অপরাধীদের গ্রেফতার করা হয়। 

উক্ত অভিযান বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। যে কোন ধরণের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০