সুনামগঞ্জে ১৭ মন পলিথিনের ব্যাগ জব্দ 

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২২:১৪
ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৭ মে ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ বিভিন্ন সাইজের ১৭ মন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ এবং এ ঘটনায় দুইব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার বিকেলে ৪টা থেকে ৫টা পর্যন্ত সুনামগঞ্জে শহরের সোমপাড়া এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রবিউর রায়হানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এসব পলিথিন জব্দ করা হয়। 

ভ্রাম্যমান আদালতের এ অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

এ ঘটনায় দন্ডপ্রাপ্তরা হলেন- জেলা শহরের সোমপাড়ার বাসিন্দ মৃত জমির মিয়ার ছেলে নিটল মিয়া (৪০) ও টুটুল মিয়া (৩৭)। তারা দু’জন সহোদর ভাই। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হানের নেতৃত্বে শহরের সোমপাড়ায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ মজুতদার টুটুলের বাসা থেকে ১২ মন এবং নিটলের বাসা ৫ মন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হানের অভিযুক্ত মজুতদার দুই সহোদরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০