সুনামগঞ্জে ১৭ মন পলিথিনের ব্যাগ জব্দ 

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২২:১৪
ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৭ মে ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ বিভিন্ন সাইজের ১৭ মন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ এবং এ ঘটনায় দুইব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার বিকেলে ৪টা থেকে ৫টা পর্যন্ত সুনামগঞ্জে শহরের সোমপাড়া এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রবিউর রায়হানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এসব পলিথিন জব্দ করা হয়। 

ভ্রাম্যমান আদালতের এ অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

এ ঘটনায় দন্ডপ্রাপ্তরা হলেন- জেলা শহরের সোমপাড়ার বাসিন্দ মৃত জমির মিয়ার ছেলে নিটল মিয়া (৪০) ও টুটুল মিয়া (৩৭)। তারা দু’জন সহোদর ভাই। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হানের নেতৃত্বে শহরের সোমপাড়ায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ মজুতদার টুটুলের বাসা থেকে ১২ মন এবং নিটলের বাসা ৫ মন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হানের অভিযুক্ত মজুতদার দুই সহোদরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগ
জামায়াত সংশোধিত গঠনতন্ত্র ইসি’তে জমা দিয়েছে
গাজাগামী নৌ-বহর থেকে আটক শহিদুলের ভিডিওবার্তাটি প্রি-রেকর্ডেড, সাজানো নয় : বাংলাফ্যাক্ট
চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ৮ দফা ইশতেহার
আরো খেলতে চান রোনাল্ডো
চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস
বাজুসের সাবেক সভাপতি এনামুল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০