ঢাকা-বেইজিং অংশীদারিত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : চীনা রাষ্ট্রদূত

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২২:৩২
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এখন ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে।

গত সোমবার সন্ধ্যায় চীনা দূতাবাসে ২০২৫ সালের বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ কর্মসূচির জন্য আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। আজ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে, সাংহাই ও বেইজিংয়ে বিষয়ভিত্তিক সেমিনার ও মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে, তরুণ বাংলাদেশি কূটনীতিকরা চীনা আধুনিকীকরণ অনুশীলন সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন।

তিনি আরও বলেন, তরুণ কূটনীতিকরা কেবল দ্বিপাক্ষিক বন্ধুত্বের উত্তরাধিকারীই নন, বরং তারা ভবিষ্যতের সহযোগিতার ধারক।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য একটি নতুন সূচনা হিসেবে কাজ করবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম, অংশগ্রহণকারী তরুণ কূটনীতিকবৃন্দ এবং দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম সুপরিকল্পিত এই কর্মসূচির জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ কর্মসূচি চীনের উন্নয়ন পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশি কূটনীতিকদের সরাসরি অভিজ্ঞতা প্রদান করেছে। 

তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী এবং "চীন-বাংলাদেশ জনগণের সাথে জনগণের বিনিময় বর্ষ" উপলক্ষে বাংলাদেশ চীনের সাথে সহযোগিতা আরও গভীর করতে কাজ করতে প্রস্তুত।

অনুষ্ঠানে তরুণ কূটনীতিকরা চীন থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন, চীনের উন্নয়ন সাফল্যের প্রশংসা করেন এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের স্বার্থে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০