ঢাকা-বেইজিং অংশীদারিত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : চীনা রাষ্ট্রদূত

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২২:৩২
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এখন ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে।

গত সোমবার সন্ধ্যায় চীনা দূতাবাসে ২০২৫ সালের বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ কর্মসূচির জন্য আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। আজ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে, সাংহাই ও বেইজিংয়ে বিষয়ভিত্তিক সেমিনার ও মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে, তরুণ বাংলাদেশি কূটনীতিকরা চীনা আধুনিকীকরণ অনুশীলন সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন।

তিনি আরও বলেন, তরুণ কূটনীতিকরা কেবল দ্বিপাক্ষিক বন্ধুত্বের উত্তরাধিকারীই নন, বরং তারা ভবিষ্যতের সহযোগিতার ধারক।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য একটি নতুন সূচনা হিসেবে কাজ করবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম, অংশগ্রহণকারী তরুণ কূটনীতিকবৃন্দ এবং দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম সুপরিকল্পিত এই কর্মসূচির জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ কর্মসূচি চীনের উন্নয়ন পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশি কূটনীতিকদের সরাসরি অভিজ্ঞতা প্রদান করেছে। 

তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী এবং "চীন-বাংলাদেশ জনগণের সাথে জনগণের বিনিময় বর্ষ" উপলক্ষে বাংলাদেশ চীনের সাথে সহযোগিতা আরও গভীর করতে কাজ করতে প্রস্তুত।

অনুষ্ঠানে তরুণ কূটনীতিকরা চীন থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন, চীনের উন্নয়ন সাফল্যের প্রশংসা করেন এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের স্বার্থে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০