অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহে ১২ জন আটক

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০০:৪৫
ছবি : বাসস

ঝিনাইদহ, ২৭ মে, ২০২৫ (বাসস) : অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।  আটককৃতদের মধ্যে সাত জন নারী ও দুই জন শিশু। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ৪৯০ পিস উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতদের মধ্যে পুরুষ বাংলাদেশিরা হলেন-নড়াইলের কালিয়া থানার আটলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিনুর রহমান সবুজ (২৫), যশোরের অভয় নগরের মশিয়াহাটি গ্রামের দিল্লীশ্বর বিশ্বাসের ছেলে দীনেশ বিশ্বাস (৪৫) এবং বাগের হাটের ফকিরহাট থানার ডহর মৌতোগ গ্রামের গৌরাঙ্গ মজুমদারের ছেলে গৌরব মজুমদার (২১)।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুমিল্লাপাড়া,বাঘাডাঙ্গা, বেনীপুর ও খোসালপুর বিওপি পৃথক অভিযান চালায়। এসব অভিযানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাত জন নারী ও দুই জন শিশু রয়েছে। আটক সকলেই বাংলাদেশি নাগরিক। আটককৃতদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া রাজাপুর বিওপি'র হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪৯০ পিস উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। তবে এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগ
জামায়াত সংশোধিত গঠনতন্ত্র ইসি’তে জমা দিয়েছে
গাজাগামী নৌ-বহর থেকে আটক শহিদুলের ভিডিওবার্তাটি প্রি-রেকর্ডেড, সাজানো নয় : বাংলাফ্যাক্ট
চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ৮ দফা ইশতেহার
আরো খেলতে চান রোনাল্ডো
চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস
বাজুসের সাবেক সভাপতি এনামুল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০