১৭ জনকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০০:৫৮
ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৭ মে, ২০২৫ (বাসস) :  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। 

পরে বিজিবি তাদেরকে আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। ২৬ মে (সোমবার) দিবাগত রাতে কোন একসময় তাদের পুশইন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

২৭ মে ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে বিজিবির একটি টহলদল তাদের আটক করে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। 

আটককৃতদের মধ্যে নয় জন শিশু, চার জন নারী ও চার জন পুরুষ রয়েছে। তারা সকলে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আটককৃত কয়েকজনের সাথে কথা বলে জানা জানায়, তারা দীর্ঘদিন থেকে ভারতীয় অভ্যন্তরে বসবাস করে আসছিলেন। 

১৭ মে ভারতীয় পুলিশ তাদেরকে হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে হাওড়া জেলায় নিয়ে আসে। ২৪ মে হাওড়া থেকে বাসে করে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ ইটাভাটা ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তারা ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে তাদের পুশইন করে। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দীন জানান, বিএসএফ পুশইন হওয়া ১৭ জনকে আটক করে বিজিবি। পরে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। এখন থানা হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগ
জামায়াত সংশোধিত গঠনতন্ত্র ইসি’তে জমা দিয়েছে
গাজাগামী নৌ-বহর থেকে আটক শহিদুলের ভিডিওবার্তাটি প্রি-রেকর্ডেড, সাজানো নয় : বাংলাফ্যাক্ট
চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ৮ দফা ইশতেহার
আরো খেলতে চান রোনাল্ডো
চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস
বাজুসের সাবেক সভাপতি এনামুল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০