গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:৩৩
‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সভাটি মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রংপুর, ২৮ মে, ২০২৫ (বাসস) : গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক। এ দুটি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

লালমনিরহাটে এক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন।

‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সভাটি মঙ্গলবার বিকেলে আদিতমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আয়োজন করে রংপুর আঞ্চলিক তথ্য অফিস। এতে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মী।

তথ্য অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সহকারী তথ্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা। সঞ্চালনা করেন সহকারী তথ্য কর্মকর্তা মো. রুপাল মিয়া।

প্রধান অতিথি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘গণমাধ্যমে জনগণ জানতে পারে সরকারি কার্যক্রম ও নীতিমালা কীভাবে বাস্তবায়িত হচ্ছে।’

তিনি আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম অপরিহার্য। সেই সঙ্গে সুশাসন নিশ্চিত না হলে গণতন্ত্র টেকসই হয় না।

প্রধান অতিথি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সাংবাদিকদের আহ্বান জানান।

তথ্য কর্মকর্তা ফারহাদ আহমেদ বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজে অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তোলে। এটি সরকারের স্বচ্ছতা নিশ্চিত এবং জনগণের আস্থা তৈরি করে।

সভায় উপস্থিত সাংবাদিকরা অনিবন্ধিত মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০