মহেশপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:৪৫
প্রতীকী ছবি

ঝিনাইদহ, ২৮ মে ২০২৫ (বাসস): জেলার মহেশপুরে পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সকালে স্কুলে যাওয়ার জন্য গোসল করতে পুকুরে নেমে ওই দুই শিশু পানিতে ডুবে যায়। তারা একে অপরের চাচাতো বোন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আজ বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আফিয়া খাতুন খোসালপুর গ্রামের শফিকুল ইসলাম ও সাথিয়া খাতুন একই গ্রামের খায়রুল ইসলামের কন্যা। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো। আফিয়া খাতুন পঞ্চম শ্রেণিতে ও সাথিয়া তৃতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক বাসসকে জানান, সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে পুকুরে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। মৃত আফিয়া ও সাথিয়া সম্পর্কে আপন চাচাতো বোন।

এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বাসসকে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রিটেনের শীর্ষ আইনজীবী গোয়েন্দা মামলা বাতিলের জন্য সরকারকে দুষলেন
শেরপুরে তিনলাখ ৮৩ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে
গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা
চট্টগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
নির্বাচনের তথ্য জানতে ইসি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ শেয়ার করার অনুরোধ
শহীদ আবরার ফাহাদ ও আবু সাঈদ একই চেতনার মানুষ ছিলেন : বেরোবি ভিসি
৩১ অক্টোবর শুরু হচ্ছে ফেডারেশন কাপ
ভোলা উপকূলে মহাজনের দাদন শোধের চাপে ‘মা’ ইলিশ ধরায় দণ্ডিত হচ্ছেন জেলেরা 
রংপুরে সাড়ে ৮ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা
খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
১০