ভোলায় ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৪:১৯
ছবি : বাসস

ভোলা,২৮ মে ২০২৫ (বাসস) :  কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আটককৃত ব্যক্তিরা হলেন,  জেলার মনপুরা থানার হাজির হাট এলাকার চর ফয়েজ উদ্দিন-এর বাসিন্দা আবু কাশেম হাওলাদারের পুত্র মো. রাফেজ (৪১) ও  জেলার দৌলতখান থানার নুরমেয়ার হাট এলাকার দক্ষিণ জয়নগর গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের পুত্র মো. মাকসুদুর রহমান (৩৫)। তারা ভোলা জেলার বাসিন্দা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ২ টায় কোস্টগার্ড স্টেশন ইলিশা কর্তৃক ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ এ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় টাইফয়েডে টিকাদান বিষয়ক কর্মশালা 
বঙ্গোপসাগরে ভাসমান বিকল ট্রলার থেকে ২৬ জেলে জীবিত উদ্ধার
মেট্রোরেলের কমলাপুর অংশের সামগ্রিক অগ্রগতি ৬৪.২৩%
শহিদুল আলমকে আটকের ঘটনায় জামায়াতের নিন্দা
শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
ফেন্সিং কোচদের নিয়ে কাল শুরু অলিম্পিক সলিডারিটি টেকনিক্যাল কোর্স
বাংলাদেশে শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রের নৌ জাহাজ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলে লিফলেট বিতরণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০০
জামায়াতের আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১০