ভোলায় ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৪:১৯
ছবি : বাসস

ভোলা,২৮ মে ২০২৫ (বাসস) :  কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আটককৃত ব্যক্তিরা হলেন,  জেলার মনপুরা থানার হাজির হাট এলাকার চর ফয়েজ উদ্দিন-এর বাসিন্দা আবু কাশেম হাওলাদারের পুত্র মো. রাফেজ (৪১) ও  জেলার দৌলতখান থানার নুরমেয়ার হাট এলাকার দক্ষিণ জয়নগর গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের পুত্র মো. মাকসুদুর রহমান (৩৫)। তারা ভোলা জেলার বাসিন্দা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ২ টায় কোস্টগার্ড স্টেশন ইলিশা কর্তৃক ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ এ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন: রিজভী
১০