​​​​​​​চট্টগ্রামে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে ‘মেডিকেল ফার্স্ট রেসপন্ডার সেমিনার’ 

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ০৯ জুন ২০২৫, ১৯:১৩
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্টগার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে বহুপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি ‘মেডিকেল ফার্স্ট রেসপন্ডার সেমিনার’ শুরু করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। 

যুক্তরাষ্ট্রের সিভিল-মিলিটারি সাপোর্ট এলিমেন্ট (সিএমএসই) পরিচালিত এই উদ্যোগ তিনটি সংস্থার মধ্যে সমন্বয় ও সঙ্গতি বৃদ্ধিতে সহায়তা করবে, যাতে বন্দর সংশ্লিষ্ট সংকটের সময় তাৎক্ষণিক ও কার্যকর সাড়া দেওয়া যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা যায়।

সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ কৌশল, যেমন সিপিআর এবং অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ শেখানো হবে। এতে অংশগ্রহণকারীরা ব্যবহারিক অনুশীলনেও অংশ নেবেন, যার মধ্যে একটি ‘ম্যাস ক্যাজুয়ালটি এক্সারসাইজ’ও অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে অংশগ্রহণকারীদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা নিজেদের সংস্থায় পরবর্তী চিকিৎসা প্রশিক্ষণ পরিচালনা করতে পারেন।

২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ২৫ হাজারের বেশি বাংলাদেশি ফার্স্ট রেসপন্ডার বা জরুরি সাড়া প্রদানকারীকে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে। এই প্রশিক্ষণের মধ্যে ছিল বিশেষ দক্ষতা অর্জনের কোর্স, যেমন স্রোতস্বীনি পানিতে উদ্ধার (সুইফট ওয়াটার রেসকিউ), উঁচু জায়গা থেকে উদ্ধার (হাই অ্যাঙ্গেল রেসকিউ) এবং অনুসন্ধান ও উদ্ধার (সার্চ অ্যান্ড রেসকিউ) প্রশিক্ষণ।

এইসব কর্মসূচি বাংলাদেশের স্বনির্ভরতা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র দূতাবাসের অঙ্গীকারকে দৃঢ়ভাবে তুলে ধরে। এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০