লাকসাম উপজেলা-পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৪১
ছবি : বাসস

কুমিল্লা, ১১ জুন, ২০২৫ (বাসস): কুমিল্লা দক্ষিণ জেলাধীন লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কুমিল্লা-৯ সংসদীয় আসন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়নের এবং লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে একথা বলা হয়েছে। গতকাল এই অনুষ্ঠান কুমিল্লা-৯ সংসদীয় আসনের লাকসামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি’র শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে তা তুলে ধরা হচ্ছে। এক্ষেত্রে কুমিল্লা-৯ আসনে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে স্ব স্ব ইউনিটে আরো তৎপর হওয়ার তাগিদ দেন আবুল কালাম।

তিনি বলেন, বিএনপি দেশের মানুষের আত্মমর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়েছে। অবর্ণনীয় নির্যাতন নিপীড়নেও আপোষহীন থেকে লড়াইয়ে বদ্ধপরিকর থেকেছে বিএনপি। 

জুলাইয়ে ফ্যাসিবাদের পতন আন্দোলনে গণতন্ত্রকামী শক্তি যেভাবে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়েছে। 

আগামীর বাংলাদেশ বিনির্মাণে সে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে বলে গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপি’র আগামীর সকল কর্মসূচিকে সফল করতে কুমিল্লা-৯ সংসদীয় আসনের সকল পর্যায়ের নেতা-কর্মীগণ সোচ্চার থাকবে বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে টাইফয়েডের টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা 
২ লাখ ২০ হাজার টন গম ও ৫০ হাজার টন বাসমতি চাল কিনবে সরকার
ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ডিএমপিতে ১,৭৮২টি মামলা
আবরারের শাহাদাত তরুণ প্রজন্মকে জাগ্রত করেছে: মাহমুদুর রহমান
জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তির জন্য ঢাবি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান
মেহেরপুরে ভৈরব নদ থেকে উদ্ধারকৃত চায়না দুয়ারী জাল ধ্বংস
সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন সেলিম
নীতিগত পরিবর্তনের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রবৃদ্ধি ধীর হচ্ছে: আইইএ
শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে ইলিনয়ের মামলা
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেফতার দুই
১০