লাকসাম উপজেলা-পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৪১
ছবি : বাসস

কুমিল্লা, ১১ জুন, ২০২৫ (বাসস): কুমিল্লা দক্ষিণ জেলাধীন লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কুমিল্লা-৯ সংসদীয় আসন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়নের এবং লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে একথা বলা হয়েছে। গতকাল এই অনুষ্ঠান কুমিল্লা-৯ সংসদীয় আসনের লাকসামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি’র শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে তা তুলে ধরা হচ্ছে। এক্ষেত্রে কুমিল্লা-৯ আসনে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে স্ব স্ব ইউনিটে আরো তৎপর হওয়ার তাগিদ দেন আবুল কালাম।

তিনি বলেন, বিএনপি দেশের মানুষের আত্মমর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়েছে। অবর্ণনীয় নির্যাতন নিপীড়নেও আপোষহীন থেকে লড়াইয়ে বদ্ধপরিকর থেকেছে বিএনপি। 

জুলাইয়ে ফ্যাসিবাদের পতন আন্দোলনে গণতন্ত্রকামী শক্তি যেভাবে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়েছে। 

আগামীর বাংলাদেশ বিনির্মাণে সে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে বলে গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপি’র আগামীর সকল কর্মসূচিকে সফল করতে কুমিল্লা-৯ সংসদীয় আসনের সকল পর্যায়ের নেতা-কর্মীগণ সোচ্চার থাকবে বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ তিন মাদক কারবারি আটক
অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারবেন পাপুয়া নিউ গিনির নাগরিকরা
ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের ৭০ ভাগ সুপারিশ বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল
বিশেষ ক্ষমতা আইনের মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনকে অব্যাহতি
পরমাণু রাষ্ট্র হিসেবে ‘স্থায়ীভাবে প্রতিষ্ঠিত’ ঘোষণা উত্তর কোরিয়ার
কুয়েতে আকামাবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস
রশিদপুর কূপ থেকে আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হল
১০