হিলি স্থল বন্দরে করোনা পরীক্ষা শুরু

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৩:১৯ আপডেট: : ১১ জুন ২০২৫, ১৫:০৯
দিনাজপুরের হিলি স্থল বন্দর চেকপোস্টে মেডিকেল টিম যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছে। ছবি : বাসস

দিনাজপুর, ১১ জুন, ২০২৫ (বাসস) : সম্প্রতি ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থল বন্দর চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাসহ মাস্ক পরিধান নিশ্চিত করতে কাজ করছে এই মেডিকেল টিম।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ বুধবার সকাল ৯টা থেকে দিনাজপুর হিলি স্থলবন্দর চেকপোস্টে  মেডিক্যাল টিম এ কাজ শুরু করে। 

এ দিকে করোনা প্রকোপ বাড়তে থাকায় মাস্ক পরিধান ছাড়া ইমিগ্রেশন এলাকায় প্রবেশ নিষেধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর  চেকপোস্টের সাব ইন্সপেক্টর (এস আই) আবু তালেব বাসসকে বলেন, ‘যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে চেকপোস্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেশিরভাগ যাত্রীই স্বাস্থ্যবিধি মানছেন। কিছু যাত্রীকে উদাসীন দেখা গেছে। তবে অধিকাংশ যাত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।’

জেলার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হুমায়ুন কবির বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর আজ বুধবার সকাল ৯টা থেকে হিলি স্থলবন্দর চেকপোস্টে একটি মেডিক্যাল টিম বসানো হয়েছে। সন্দেহভাজন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও মাস্ক পরিধানে সবাইকে সচেতন করতে হিলি স্থলবন্দরে আগত সব শ্রেণি-পেশার মানুষকে মাস্ক ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

তিনি বলেন, আজ বুধবার সকাল ৯টায় হিলি স্থলবন্দরে চেকপোস্ট বসানোর পর সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪ জন ভারতে গমন ও ভারত থেকে আগত যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে তারা কেউই করোনায় আক্রান্ত হননি। বন্দরে আসা যাত্রীদের নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মুখে মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০