সড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯ যাত্রী

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৩:৩০

ময়মনসিংহ, ১১ জুন, ২০২৫ (বাসস) : যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে  পড়ে হেলপার নিহত হয়েছেন।  এ ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত মো. মঞ্জুরুল হাসান (৪১) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা এবং  দুর্ঘটনা কবলিত ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের বাসটির হেলপার।

আজ বুধবার (১১ জুন) সকাল  ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ  দুর্ঘটনা ঘটে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা জুনায়েদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। চায়না মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে পড়ে এবং ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার মঞ্জুরুল হাসান মারা যান এবং অন্তত ১৯ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। নিহত হেলপারের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০