সড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯ যাত্রী

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৩:৩০

ময়মনসিংহ, ১১ জুন, ২০২৫ (বাসস) : যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে  পড়ে হেলপার নিহত হয়েছেন।  এ ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত মো. মঞ্জুরুল হাসান (৪১) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা এবং  দুর্ঘটনা কবলিত ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের বাসটির হেলপার।

আজ বুধবার (১১ জুন) সকাল  ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ  দুর্ঘটনা ঘটে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা জুনায়েদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। চায়না মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে পড়ে এবং ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার মঞ্জুরুল হাসান মারা যান এবং অন্তত ১৯ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। নিহত হেলপারের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
১০