ইসরাইলি হামলায় ইরানের সেনাপ্রধান ও বিপ্লবী গার্ডের প্রধান নিহত

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১১:৩১ আপডেট: : ১৩ জুন ২০২৫, ১১:৪৯
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি। কোলাজ : বাসস

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলি হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি সেনাপ্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং ইসরাইলের হামলায় নিহত দ্বিতীয় সর্বোচ্চ জ্যেষ্ঠ নেতা।

এদিকে তেহরানে ইসরাইলি হামলায় ‘আইআরজিসির’ প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। ইসরাইলি হামলায় শহরে বিপ্লবী গার্ডের সদর দপ্তর আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত আইআরজিসি জেনারেল কমান্ড সদর দপ্তরে আগুন এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। 

তেহরান থেকে এএফপি এ খবর জানায়।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

অপরদিকে, ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের মারাত্মক হামলায় মূল তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং এসব ডিপোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দেশের পরিশোধনাগার এবং তেল ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে দেশের সমস্ত অংশে এই স্থাপনাগুলোর কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।’

শুক্রবার সকালে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড প্রধান হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা তারেক রহমানের
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে : প্রধান উপদেষ্টা
কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স : ফরাসি রাষ্ট্রদূত
খসড়া আইপিও রুলস নিয়ে পুঁজিবাজার অংশীদের সঙ্গে বিএসইসির বৈঠ
৫ ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি
জবিতে ইউজিসি’র হিট সাব-প্রজেক্টের উদ্বোধন
অর্থ আত্মসাৎ, ঘুস ও সেবায় অনিয়মের অভিযোগে তিন জেলায় দুদকের অভিযান
নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহে ২৭.৯ শতাংশ প্রবৃদ্ধি
১০