ইসরাইলি হামলায় ইরানের সেনাপ্রধান ও বিপ্লবী গার্ডের প্রধান নিহত

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১১:৩১ আপডেট: : ১৩ জুন ২০২৫, ১১:৪৯
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি। কোলাজ : বাসস

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলি হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি সেনাপ্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং ইসরাইলের হামলায় নিহত দ্বিতীয় সর্বোচ্চ জ্যেষ্ঠ নেতা।

এদিকে তেহরানে ইসরাইলি হামলায় ‘আইআরজিসির’ প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। ইসরাইলি হামলায় শহরে বিপ্লবী গার্ডের সদর দপ্তর আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত আইআরজিসি জেনারেল কমান্ড সদর দপ্তরে আগুন এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। 

তেহরান থেকে এএফপি এ খবর জানায়।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

অপরদিকে, ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের মারাত্মক হামলায় মূল তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং এসব ডিপোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দেশের পরিশোধনাগার এবং তেল ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে দেশের সমস্ত অংশে এই স্থাপনাগুলোর কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।’

শুক্রবার সকালে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড প্রধান হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,০১৬টি মামলা
আগাম বৃষ্টিতে বাগেরহাটে আউশের ব্যাপক ফলন
ডেইরি উন্নয়ন বোর্ড গঠনে প্রজ্ঞাপন জারি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় র‌্যালি
নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা
শেরপুর সীমান্তে মাদক জব্দ
রাঙ্গামাটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানুষ জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে : নার্গিস বেগম
বিএনপিকে ধ্বংস করার চেষ্টা বারবার হয়েছে : মির্জা ফখরুল
চীনের সম্মেলনে ইউক্রেন আক্রমণের পক্ষে পুতিনের যুক্তি, পশ্চিমা বিশ্বকে দোষারোপ
১০