গাজীপুরের কাপাসিয়ায় জমজমাট আনারসের বাজার

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৯:৩৮ আপডেট: : ১৬ জুন ২০২৫, ২০:১২
ছবি : বাসস

প্রতিবেদক : মুহাম্মদ হেদায়েত উল্লাহ

গাজীপুর, ১৬ জুন, ২০২৫ (বাসস) : জেলার কাপাসিয়া উপজেলার জলপাইতলা বাজারে জমে উঠেছে আনারসের বাজার। আনারস বাণিজ্য ঘিরে জমজমাট এ বাজারে কৃষক ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ভোরের আলো ফোটার আগেই আশপাশের গ্রামের কৃষকরা ভ্যানগাড়ি, অটোরিকশা, সাইকেল এবং মাথায় করে বাজারে আনারস নিয়ে আসেন। প্রতিদিন উপজেলার বারাব, গিয়াসপুর, লোহাদি, বীর উজলী, কেন্দুয়াব, বেলাশী, ডুমদিয়া, বড়দিয়া ও নরসিংহপুর অঞ্চল থেকে বিপুল পরিমাণ আনারস জলপাইতলা বাজারে আসে। স্থানীয় আড়ৎদারদের পাশাপাশি রাজধানীসহ দূরদূরান্ত থেকে আসা পাইকাররাও এখানে ভিড় করেন। 

আড়তদাররা জানান, জলপাইতলা বাজারে প্রতিদিন ১০ হাজার পিস থেকে ২০ হাজার পিস আনারস বিক্রি হয়। দাম নির্ভর করে আনারসের আকারের ওপর। বড় আনারস প্রতিপিস ৩৫ থেকে ৪০ টাকা, মাঝারি ১৫ থেকে ২০ টাকা এবং ছোট আকারের আনারস ৭ থেকে ১০ টাকা দরে বিক্রি হয়। এ বাজারে প্রতিদিন গড়ে পাঁচলাখ থেকে ছয়লাখ টাকার আনারস বিক্রি হয়। 

আড়তদার তৈয়বুর রহমান বলেন, আমরা দুই মাস যাবৎ প্রতিদিন আনারস বিক্রি করছি। কাপাসিয়ার আনারসের স্বাদ-গন্ধ এতটাই ভালো যে, ক্রেতারা খুব সন্তুষ্ট। 

ঢাকা থেকে আসা ক্রেতা হৃদয় জানান, কাপাসিয়ার জলপাইতলা বাজারে দাম সহনীয়, আনারসের মানও অসাধারণ। 

বিক্রেতা তৌফিক হোসেন জানান, এ বছর আনারসের ফলন ভালো হয়েছে।আনারস সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক আনারস নষ্ট হয়ে যায়। কোল্ড স্টোরেজ থাকলে সুবিধা হতো। 

কাপাসিয়ার আনারস বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার বসাক বলেন, আনারস চাষিদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। বর্তমানে উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে আনারস চাষ হচ্ছে। এ বছর আনারস উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৯৫০ মেট্রিক টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন : শোকবার্তায় মির্জা ফখরুল
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু
আসন্ন নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি
জুলাই যোদ্ধাদের কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শিকাগোকে ‘যুদ্ধ বিভাগ’-এর হুমকি দিয়ে দমনপীড়ন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার শোক
পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
চাঁদপুরে চলতি বছরে পানিতে ডুবে ১৪৮ জনের মৃত্যু 
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা
দেশের রাজনীতির ইতিহাস সত্যনিষ্ঠ ও নৈর্ব্যক্তিকভাবে রচনার প্রয়োজন দেখা দিয়েছে : বদরুদ্দীন উমর 
১০