নাটোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৪:১১
সোমবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

নাটোর, ৩০ জুন, ২০২৫ (বাসস) : প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার জেলায় অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম রেজা জানান, প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎ শিল্প, কামার, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারক ও কাঁসা-পিতলপণ্য প্রস্তুতকারক কিংবা মুচি’র মত পেশাগুলো আজ বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় এসব পেশার পেশাজীবীরা তাদের পেশা নিয়ে উদ্বিগ্ন।

পরিবেশ-বান্ধব ও দেশের ঐতিহ্যপূর্ণ প্রান্তিক পেশাজীবীদের পণ্যসমূহ আধুনিক ও টেকসইকরণ এবং পেশাজীবীদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্তে জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহন করেছে সরকার।

সমাজ সেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্যে জানান, জেলায় কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারক, কাঁসা-পিতল প্রস্তুতকারক, জুতা মেরামত ও প্রস্তুতকারক, লোকজ যন্ত্র তৈরিকারক, নকশী কাঁথা তৈরিকারক, শীতল পাটি ও শতরঞ্জি তৈরিকারক এবং লোকজ শিল্পিসহ মোট পাঁচ হাজার ৬২ জন প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠি আছেন। তাদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও উপকরণ প্রদানসহ কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা
খুলনায় জেলা সমন্বয় কমিটির মাসিক সভা
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ
কোচদের জন্য বরিশালে কর্মশালা করল বিসিবি
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
পার্থকে ১২৪ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
রিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর
১০