গাজীপুরে ৩ ডাকাত গ্রেফতার

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৪:২১
ছবি : বাসস

গাজীপুর, ৩০ জুন, ২০২৫ (বাসস) : জেলার আপন প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে জাঝর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চমদাখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব (২৫), ও গাজীপুর জেলার সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)।

গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন রাতে গাছা থানার ঈশ্বড্ডা এলাকার আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় একদল ডাকাত ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জাঝর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চায়নিজ কুড়াল, সুইচ গিয়ার, হেসকো ব্লেডসহ হাতল, সিজার, টেস্টার, সেলাই রেঞ্চ জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় ইতিপূর্বে বিভিন্ন মামলা রয়েছে। তারা তিনজনই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা
খুলনায় জেলা সমন্বয় কমিটির মাসিক সভা
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ
কোচদের জন্য বরিশালে কর্মশালা করল বিসিবি
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
পার্থকে ১২৪ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
রিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর
স্ত্রীসহ সাবেক হুইপ মাহমুদের দেশত্যাগের নিষেধাজ্ঞা
১০