ময়মনসিংহ বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১০ম সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৫:২২

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : ময়মনসিংহে বিভাগীয় কল্যাণ পরিষদের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ-এর আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব জিয়া আহমেদ সুমন।

সভায় ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, শিশু শ্রম নিরসনে পরিদর্শন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিধি মোতাবেক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ২০২৪ ও ২০২৫ অর্থবছরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ মোট ১ হাজার ১৫০টি পরিদর্শন সম্পন্ন করেছে। তন্মধ্যে ৪৫০টি পরিদর্শনে বিভিন্ন কারখানা, প্রতিষ্ঠান ও দোকান থেকে ১২১ জন শিশুকে শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

শিশু শ্রম নিরসনে ২৫টি উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন হয়েছে। শিশুশ্রম নিরসনের জন্য শ্রম আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আমাদের শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন,  শিশু শ্রম নিরসন ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী ও পরিচালক (স্বাস্থ্য) ড. প্রদীপ কুমার সাহাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এনজিও’র কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা
খুলনায় জেলা সমন্বয় কমিটির মাসিক সভা
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ
কোচদের জন্য বরিশালে কর্মশালা করল বিসিবি
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
পার্থকে ১২৪ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
রিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর
১০