খুলনায় কৃষি দপ্তর আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৫:৫৪
‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত। ছবি : বাসস

খুলনা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : জেলার দিঘলিয়া উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রেপ্রেনিউরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই স্কুল কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কিশোর আহমেদ।

কংগ্রেসে মোট ১শ’ জন সদস্য অংশগ্রহণ করেন। এরমধ্যে ৭০ জন কৃষক। বাকি ৩০ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মো. আনোয়ারুজ্জামান, মো. কামাল হোসেন, সাগর সরকার প্রমুখ। 
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান মাহামুদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করা সেই যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা
খুলনায় জেলা সমন্বয় কমিটির মাসিক সভা
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ
কোচদের জন্য বরিশালে কর্মশালা করল বিসিবি
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
পার্থকে ১২৪ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
রিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর
স্ত্রীসহ সাবেক হুইপ মাহমুদের দেশত্যাগের নিষেধাজ্ঞা
১০