কিশোরগঞ্জে ১৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৭:১০
সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ৩০ জুন, ২০২৫ (বাসস) : জেলার হোসেনপুর উপজেলায় ১৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’-এর সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

আজ বেলা ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্ত্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হুইল চেয়ার পেয়ে আবেগময় প্রতিক্রিয়া জানান উপকারভোগীরা।

চরকাটিহারী গ্রামের প্রতিবন্ধী টুটুল মিয়া বলেন, ‘আমার আগের হুইল চেয়ারটি অনেকদিন ধরে অকেজো ছিল। এখন নতুন চেয়ার পেয়ে বাইরে চলাফেরা করতে পারব। যারা এই সহায়তা দিয়েছেন, তাদের জন্য দোয়া করি।’
অন্যদিকে বিলচাতল গ্রামের এছনাহার বলেন, ‘চলাফেরার জন্য সবসময় অন্যের ওপর নির্ভর করতে হতো। এখন নিজের কাজ নিজেই করতে পারব।’

সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক জানান, ‘প্রাথমিকভাবে ১৫ জনকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। ধাপে ধাপে আরো দেওয়া হবে। যারা এখনো পায়নি, তারা আবেদন করলে যাচাই-বাছাই করে সহায়তা দেওয়া হবে।’

প্রধান অতিথি’র বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাই আমাদের শক্তি। তাদের কল্যাণে আমরা সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করছি। পর্যায়ক্রমে আরো অনেকে হুইল চেয়ার পাবেন।’

এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু সহায়তা নয়, মানবিকতারও এক উজ্জ্বল উদাহরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০