কিশোরগঞ্জ পৌরসভার ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৭:৪৬
কিশোরগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ৩০ জুন, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম মাস্তান।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মমতাজ বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক মমতাজ বেগম জানান, এই বছরের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে শহরের রাস্তাঘাট উন্নয়ন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিরোধে বরাদ্দ বাড়ানো হয়েছে। 

তিনি বলেন, ‘পরিকল্পিত ব্যয়ের মাধ্যমে আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য শহর গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। এই বছর রাজস্ব হিসাব, পানি সরবরাহ শাখা, উন্নয়ন হিসাব (সরকারী অনুদান ও রাজস্ব), প্রকল্প হিসাব, মূলধন হিসাবের আয় থেকে ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ২৮৪ টাকা।

পৌরসভা থেকে পাওয়া তথ্য মতে, রাজস্ব হিসাব থেকে আয় ধরা হয়েছে ৩২ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ২১৩ টাকা। ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৮৭৯ টাকা, রাজস্ব উদ্বৃত্ত ২ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৩৩৪ টাকা। পানি সরবরাহ শাখা থেকে আয় দলা হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ২২৮ টাকা। এর থেকে ব্যয় ৪ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৩২৩ টাকা, উদ্বৃত্ত ১৪ লাখ ৫২ হাজার ৯০৫ টাকা। উন্নয়ন হিসাব (সরকারী অনুদান ও রাজস্ব) আয় ধরা হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ১৬৭ টাকা থেকে ব্যয় ৫ কোটি ৪৯ লাখ ৬২ হাজার ৫৮২ টাকা, উদ্বৃত্ত  ৯২ হাজার ৫৮৫ টাকা। প্রকল্প হিসাব থেকে আয় ধরা হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৭৫৩ টাকা থেকে ব্যয় ২৪ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৫শ’ টাকা, উদ্বৃত্ত ১ লাখ ৩৫ হাজার ২৫৩ টাকা। মূলধন হিসাব থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকা থেকে ব্যয় ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, উদ্বৃত্ত ৫১ লাখ ৭১ হাজার টাকা।

এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে কিশোরগঞ্জ পৌরসভা নগরবাসীর জীবনমান উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০