সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৮:৩৮

সুনামগঞ্জ, ৩০ জুন, ২০২৫ (বাসস) : শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী ও চকলেটসহ সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিবাগত রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী হরিনাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন এসব পণ্য জব্দ করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

জব্দকৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস ও চকলেট সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি অভিযানিক দল এবং দুইজন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত  টাস্কফোর্সের একটি যৌথ দল অভিযান চালায়। 
এ সময় ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করা হয়।  জব্দকৃত  মালামালের আনুমানিক মূল্য-৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাগরিকদের স্বাস্থ্যবান ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলল এপি
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সভা
টাঙ্গাইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
অস্ত্র ও মাদকসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮৬৬
নড়াইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
১০