সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৮:৩৮

সুনামগঞ্জ, ৩০ জুন, ২০২৫ (বাসস) : শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী ও চকলেটসহ সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিবাগত রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী হরিনাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন এসব পণ্য জব্দ করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

জব্দকৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস ও চকলেট সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি অভিযানিক দল এবং দুইজন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত  টাস্কফোর্সের একটি যৌথ দল অভিযান চালায়। 
এ সময় ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করা হয়।  জব্দকৃত  মালামালের আনুমানিক মূল্য-৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০