সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৮:৩৮

সুনামগঞ্জ, ৩০ জুন, ২০২৫ (বাসস) : শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী ও চকলেটসহ সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিবাগত রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী হরিনাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন এসব পণ্য জব্দ করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

জব্দকৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস ও চকলেট সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি অভিযানিক দল এবং দুইজন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত  টাস্কফোর্সের একটি যৌথ দল অভিযান চালায়। 
এ সময় ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করা হয়।  জব্দকৃত  মালামালের আনুমানিক মূল্য-৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০