নেত্রকোণায় হত্যা মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৮:৪২

নেত্রকোণা, ৩০ জুন ২০২৫ (বাসস) : জেলায় আজ মোটরসাইকেল চালক ঝিনুক (২৩) হত্যা মামলায় আসামী মো. সাদেকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

সেই সাথে আসামী মো. সাদেকুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা-সহ গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আদালত।

আজ সোমবার বিকাল চারটায় নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। 

যাবজ্জীবন দন্ড প্রাপ্ত মো. সাদেকুল ইসলাম (২৩) নেত্রকোনা পৌর শহরের পূর্ব কাটলী এলাকার মো. আ. সাত্তারের ছেলে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল হাসেম এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন পুরবী কুন্ডু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝিনুক তার ভাইয়ের মোটরসাইকেল ভাড়ায় চালাতেন। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মো. সাদেকুল ইসলাম মদন উপজেলায় ষাঁড়ের লড়াই দেখতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল ভাড়া করে। পথিমধ্যে আসামী সাদেকুল ইসলাম মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চালক ঝিনুককে ছুিরকাঘাত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ঝিনুককে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে, ঘটনাস্থলের কাছাকাছি শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থাকায় ঝিনুককে হত্যার পর মোটরসাইকেল রেখেই আসামী মো. সাদেকুল ইসলাম পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত ঝিনুকের ভাই মো. টিটু মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একপর্যায়ে পুলিশ আসামি মো. সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামী সাদেকুল ইসলাম জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক রয়েছে।

এ মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ হত্যা মামলার রায় ঘোষনা করেন। 

রায়ে আসামী মো. সাদেকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।পাশাপাশি আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
১০