সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৩৮ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ১৬:১৫
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা  প্রদান করা হয়েছে। 

সম্মাননা প্রাপ্তরা হলেন- কন্ঠ সঙ্গীতে মধ্যনগর উপজেলার ছানা গোপাল সরকার, যন্ত্র সঙ্গীতে ছাতক উপজেলার মো. মছলন্দর আলী, সৃজনশীল সংস্কৃতি গবেষক সদর উপজেলার মোহাম্মদ সুবাস উদ্দিন, লোকসংস্কৃতিতে দিরাই উপজেলার বাউল সিরাজ উদ্দিন এবং নাট্যকলায় রুবি আক্তার। 

গতকাল শনিবার বিকালে সুনামগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড.  মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসক হিসেবে আজ সুনামগঞ্জে আমার একটি স্মরণীয় দিন। আজকে গুণীজনদের সম্মাননা দিতে  পেরে আমি খুব গর্ববোধ করছি।  

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০