সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৩৮ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ১৬:১৫
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা  প্রদান করা হয়েছে। 

সম্মাননা প্রাপ্তরা হলেন- কন্ঠ সঙ্গীতে মধ্যনগর উপজেলার ছানা গোপাল সরকার, যন্ত্র সঙ্গীতে ছাতক উপজেলার মো. মছলন্দর আলী, সৃজনশীল সংস্কৃতি গবেষক সদর উপজেলার মোহাম্মদ সুবাস উদ্দিন, লোকসংস্কৃতিতে দিরাই উপজেলার বাউল সিরাজ উদ্দিন এবং নাট্যকলায় রুবি আক্তার। 

গতকাল শনিবার বিকালে সুনামগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড.  মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসক হিসেবে আজ সুনামগঞ্জে আমার একটি স্মরণীয় দিন। আজকে গুণীজনদের সম্মাননা দিতে  পেরে আমি খুব গর্ববোধ করছি।  

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
১০