খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল দশা : যানবাহন চলাচল বন্ধ 

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৫০
খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল দশায় যাত্রীবাহী যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। ছবি: বাসস

খুলনা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল দশায় যাত্রীবাহী যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। গাড়ি বন্ধের কারণে শত শত যাত্রী বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়েছে। অতিরিক্ত ভাড়া দিয়ে অনেকে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে যাচ্ছেন।

গতকাল শনিবার গভীর রাতে কপিলমুনির ফকিরবাসা মোড় ও তালা থানা সংলগ্ন বেহাল রাস্তায় ট্রাক আটকে যায়। এর ফলে ভোর থেকে সকল ধরনের বাস-ট্রাক বন্ধ ঘোষণা করে বাস মালিক ও শ্রমিক সমিতি।

এদিকে, সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে খুলনার সড়ক বিভাগ। তবে শেষ হতে সাত দিন সময় লাগবে বলে জানা গেছে।

খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিট পর পর একটি গাড়ি ছেড়ে যায়। সে হিসেবে ১২০টি গাড়ি চলাচল করে এবং ৭০টি ঢাকার পরিবহন চলাচল করে এ সড়কে। সড়ক খারাপ হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছানো সম্ভব হচ্ছে না।

যাত্রী মনিরুল হুদা, আজগর আলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সুলতানা সড়কের বেহাল দশা এবং যানবাহন চলাচল বন্ধে দুর্ভোগের কথা জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন।

বাস চালক আবু বক্কর জানান, বেহাল সড়কের কারণে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল জানান, আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত ৬ স্থানের রাস্তার খুব খারাপ অবস্থা। তালা থানা-ব্রিজ মোড়ের মধ্যবর্তী স্থান এবং কপিলমুনি ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুরের মোড়ের অবস্থা খুবই খারাপ। আমরা মালিক সমিতির পক্ষ থেকে ইট-বালু ফেলে মেরামতের চেষ্টা করছি।

সড়ক বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। কাজ শেষ করতে আগামী সাতদিন সময় লাগবে। তবে যানবাহন চলাচলের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
১০