খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল দশা : যানবাহন চলাচল বন্ধ 

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৫০
খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল দশায় যাত্রীবাহী যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। ছবি: বাসস

খুলনা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল দশায় যাত্রীবাহী যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। গাড়ি বন্ধের কারণে শত শত যাত্রী বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়েছে। অতিরিক্ত ভাড়া দিয়ে অনেকে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে যাচ্ছেন।

গতকাল শনিবার গভীর রাতে কপিলমুনির ফকিরবাসা মোড় ও তালা থানা সংলগ্ন বেহাল রাস্তায় ট্রাক আটকে যায়। এর ফলে ভোর থেকে সকল ধরনের বাস-ট্রাক বন্ধ ঘোষণা করে বাস মালিক ও শ্রমিক সমিতি।

এদিকে, সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে খুলনার সড়ক বিভাগ। তবে শেষ হতে সাত দিন সময় লাগবে বলে জানা গেছে।

খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিট পর পর একটি গাড়ি ছেড়ে যায়। সে হিসেবে ১২০টি গাড়ি চলাচল করে এবং ৭০টি ঢাকার পরিবহন চলাচল করে এ সড়কে। সড়ক খারাপ হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছানো সম্ভব হচ্ছে না।

যাত্রী মনিরুল হুদা, আজগর আলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সুলতানা সড়কের বেহাল দশা এবং যানবাহন চলাচল বন্ধে দুর্ভোগের কথা জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন।

বাস চালক আবু বক্কর জানান, বেহাল সড়কের কারণে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল জানান, আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত ৬ স্থানের রাস্তার খুব খারাপ অবস্থা। তালা থানা-ব্রিজ মোড়ের মধ্যবর্তী স্থান এবং কপিলমুনি ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুরের মোড়ের অবস্থা খুবই খারাপ। আমরা মালিক সমিতির পক্ষ থেকে ইট-বালু ফেলে মেরামতের চেষ্টা করছি।

সড়ক বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। কাজ শেষ করতে আগামী সাতদিন সময় লাগবে। তবে যানবাহন চলাচলের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সিইসি’র কাছে ইসলামী আন্দোলনের সাত দফা প্রস্তাব
‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ এহেন বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি: এজেডএম জাহিদ
পদ্মার পানি বৃদ্ধিতে নদীপাড়ের হাজার হাজার মানুষ পানিবন্দী
ধারে সিরি-এ ক্লাব কোমোতে যোগ দিলেন মোরাতা
তামাকজনিত কারণে প্রতিদিন মারা যাচ্ছে ৪৪২ জন মানুষ     
উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়: ফরিদা আখতার
সিলেস ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো পাকিস্তান
টাঙ্গাইলে বিভিন্ন স্কুল-কলেজে ২ হাজার গাছের চারা বিতরণ
বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে : সংস্কৃতি উপদেষ্টা
১০