কুড়িগ্রাম, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে অটোচালকসহ ২ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে ৩ জন। মৃত ব্যক্তিরা হলেন; পাইকের ছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও অটোর যাত্রী রায়গঞ্জ ইউনিয়নের আনিকা (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার দুপুর ১২টার দিকে সোনাহাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভূরুঙ্গামারী যাওয়ার পথে ঘুণ্টিঘর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোকে ধাক্কা দেয়। এতে অটো উল্টে ঘটনা স্থলেই আনিকার মৃত্যু হয়। অটোচালক বানু মিয়াকে গুরুতর আহত অবস্থায় ভূরুঙ্গামারী হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
অটোরিকশার অপর তিন যাত্রী রতনপুরের আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও কন্যা ফাতেমা (৯) গুরুতর আহত হন। আহতদের ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।