ভূরুঙ্গামারীতে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:০৫

কুড়িগ্রাম, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে অটোচালকসহ  ২ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে ৩ জন। মৃত ব্যক্তিরা হলেন; পাইকের ছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও অটোর যাত্রী রায়গঞ্জ ইউনিয়নের আনিকা (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার দুপুর ১২টার দিকে সোনাহাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভূরুঙ্গামারী যাওয়ার পথে ঘুণ্টিঘর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোকে ধাক্কা দেয়। এতে অটো উল্টে ঘটনা স্থলেই আনিকার মৃত্যু হয়। অটোচালক বানু মিয়াকে গুরুতর আহত অবস্থায় ভূরুঙ্গামারী হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। 

অটোরিকশার অপর তিন যাত্রী রতনপুরের আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও কন্যা ফাতেমা (৯) গুরুতর আহত হন। আহতদের ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সিইসি’র কাছে ইসলামী আন্দোলনের সাত দফা প্রস্তাব
‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ এহেন বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি: এজেডএম জাহিদ
পদ্মার পানি বৃদ্ধিতে নদীপাড়ের হাজার হাজার মানুষ পানিবন্দী
ধারে সিরি-এ ক্লাব কোমোতে যোগ দিলেন মোরাতা
তামাকজনিত কারণে প্রতিদিন মারা যাচ্ছে ৪৪২ জন মানুষ     
উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়: ফরিদা আখতার
সিলেস ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো পাকিস্তান
টাঙ্গাইলে বিভিন্ন স্কুল-কলেজে ২ হাজার গাছের চারা বিতরণ
বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে : সংস্কৃতি উপদেষ্টা
১০