চট্টগ্রামে ৩৯ প্রভাবশালীর দখলে থাকা জায়গা উদ্ধারে পাউবো’র অভিযান

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:১০
রোববার সরকারি জায়গা উদ্ধারে নগরীর উত্তর কাট্টলী এলাকায় উচ্ছেদ অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে ৩৯ প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা ৩২০ কোটি টাকা মূল্যের ৩২ একর সরকারি জায়গা উদ্ধারে অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

নগরের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত তিন দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রতিষ্ঠানটি। ১৬ বছর পর অবশেষে এই উদ্ধারে নামলো পাউবো।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সাগরিকাস্থ বঙ্গোপসাগর উপকূল ঘেঁষা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম এলাকায় আজ উচ্ছেদ অভিযান চলছে ।

অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেট রয়েছেন। 

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সোমবার ও মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন ধরে এই উচ্ছেদ অভিযান চলবে।

পাউবো চট্টগ্রাম বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ জানান, দীর্ঘদিন ধরে দখলে থাকা এসব জমি উচ্ছেদে আজ রোববার থেকে অভিযান শুরু করেছি। জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয়ে তিন জন ম্যাজিস্ট্রেট এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। 

স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলদারদের হাত থেকে দুখলমুক্ত জমিতে পিলার ও কাঁটাতার দিয়ে সংরক্ষণ করে বনায়ন করা হবে।

তিনি আরও জানান, অনেকেই উচ্ছেদ ঠেকাতে চেষ্টা করেছেন। কিন্তু সরকার অবৈধ দখলদারদের উচ্ছেদে কঠোর অবস্থানে রয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ অভিযান সোমবার ও মঙ্গলবার পর্যন্ত চলবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০