চট্টগ্রামে সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:৫০
সাবেক এমপি নদভীর পিএস । ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর  হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।

তিনি সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল  শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আব্দুল করিম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের  উপর হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুর, মেঘমল্লার ও নাজমুলকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
পেরুর দুই সাবেক প্রেসিডেন্ট পৃথক দুর্নীতির বিচারের মুখোমুখি
রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি
ভারতের হামলার ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ইসরায়েলে বিক্রি নিষিদ্ধের পর কলম্বিয়ার কয়লা রপ্তানি কমেছে
সড়ক দুর্ঘটনায় রাবি ছাত্র নিহত
ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
১০