চট্টগ্রামে সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:৫০
সাবেক এমপি নদভীর পিএস । ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর  হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।

তিনি সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল  শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আব্দুল করিম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের  উপর হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সিইসি’র কাছে ইসলামী আন্দোলনের সাত দফা প্রস্তাব
‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ এহেন বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি: এজেডএম জাহিদ
পদ্মার পানি বৃদ্ধিতে নদীপাড়ের হাজার হাজার মানুষ পানিবন্দী
ধারে সিরি-এ ক্লাব কোমোতে যোগ দিলেন মোরাতা
তামাকজনিত কারণে প্রতিদিন মারা যাচ্ছে ৪৪২ জন মানুষ     
উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়: ফরিদা আখতার
সিলেস ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো পাকিস্তান
টাঙ্গাইলে বিভিন্ন স্কুল-কলেজে ২ হাজার গাছের চারা বিতরণ
বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে : সংস্কৃতি উপদেষ্টা
১০