ফেনী, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার দাগনভূঞা উপজেলার মমারিজপুর গ্রামে আজ সকালে খেলতে গিয়ে পুকুরে ডুবে ওয়াছির (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ওয়াছির ওই গ্রামের শরাফত আলী বেপারী বাড়ির পূবালী ব্যাংক কর্মকর্তা খালেদ সিনহা রাসেলের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে পরিবারের সবাই সাংসারিক কাজে ব্যস্ত থাকার সময় শিশু ওয়াছির (২) খেলছিলো। একপর্যায়ে সে পুকুরে পড়ে ডুবে যায়।
খোঁজাখুজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরচকিৎসক মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে মা বাবা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।