সিভাসুতে ‘আন্তর্জাতিক পরিবেশ নীতি, সবুজ শিক্ষা, নেতৃত্ব ও যোগাযোগ প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৭:২০

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫(বাসস) : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘আন্তর্জাতিক পরিবেশ নীতি, সবুজ শিক্ষা, নেতৃত্ব ও যোগাযোগ প্রশিক্ষণ’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । 

সিভাসুর এক  বিজ্ঞপ্তিতে আজ  জানানো হয়, সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিজ্ঞ প্রশিক্ষকগণ  জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নেতৃত্ব এবং পরিবেশগত যোগাযোগ নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

সিভাসু রোটারেক্ট ক্লাব, শিশু উল্লাস সংস্থা ও ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুল যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ছিল দলীয় কাজ, ব্রেইন স্টর্মিং সেশন, বক্তৃতা প্রতিযোগিতা এবং বাস্তবভিত্তিক পরিবেশ সচেতনতা কার্যক্রম। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুলের প্রশিক্ষক বিনা বাই (পাকিস্তান) ও নাসরিন নদিরি (আফগানিস্তান) এবং শিশু উল্লাস সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এ. মাহমুদ ইয়ামিন (বাংলাদেশ), সিনিয়র গবেষক ও প্রশিক্ষক নারগিস আক্তার (বাংলাদেশ) ও চট্টগ্রাম জেলা প্রশিক্ষক মো. আবির আল হাসনায়ে ।

সিভাসু  রোটারেক্ট ক্লাবের  প্রেসিডেন্ট  স্বপ্নীল মাহমুদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর ছাত্রকল্যাণ  পরিচালক  প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। উপস্থাপনায় ছিলেন রোটারেক্ট সেক্রেটারি আফসানা আহমেদ মাধবী। 

প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া  হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০