কুমিল্লা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : নগরীতে আজ অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার সকালে নগরীর রাজগঞ্জ বাজারে অভিযানকালে শাহ মেডিকেল হলকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এ অভিযানে নেতৃত্ব দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নগরীর রাজগঞ্জ বাজারের শাহ মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছিলেন। বেআইনিভাবে নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে অধিক দামে ওষুধ বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ-সহ কুমিল্লা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।