মেহেরপুরে 'জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ' নির্মাণের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৩:৪১
সোমবার মেহেরপুর জেলায় ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ছবি : বাসস

মেহেরপুর, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় “জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ” নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

আজ সকাল ১০ টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের নামফলক উন্মোচন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতনতার লক্ষ্যে নির্মাণ হচ্ছে এই স্মৃতি স্তম্ভ।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান, সিভিল সার্জন ডা. এস এম আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি খন্দকার মুইজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানা যায়, প্রায় ১৪ লক্ষ টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে। 

উদ্বোধন শেষে  দোয়া মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
১০