শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ শিক্ষার্থী নিহত, আহত ১

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৩:৫৪
আটককৃত ঘাতক মাইক্রোবাস । ছবি : বাসস

শেরপুর, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলার ঝিনাইগাতী উপজেলায় দ্রুতগতির একটি মাইক্রোবাস চাপায় দুই মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭ টায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো, বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মো. সাকিবুল ইসলাম (৯) ও মো. জহুরুল মিয়ার ছেলে মো. জাকারিয়া হোসেন (১০)। 

এ ঘটনায় একই গ্রামের মো. সাইব আলীর ছেলে মো. আমিন মিয়া (৯) গুরুতর আহত হয়েছে। হতাহতরা সবাই রাংটিয়া মারকাযুত ত্বাকওয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭ টার দিকে মাদরাসা থেকে  হেঁটে বাড়ি যাচ্ছিল সাকিবুল, জাকারিয়া ও আমিন। পথিমধ্যে উপজেলার রাংটিয়া এলাকায় পৌঁছলে বরযাত্রী বোঝাই একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন মাদরাসা ছাত্রকে চাপা দেয়। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেও জেলা সদর হাসপাতালে পাঠায়। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। 

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা জানান, দুইজন শিশু হাসপাতালে আনার আগেই মারা গেছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে, চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০