যশোরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:৫৪ আপডেট: : ১৪ জুলাই ২০২৫, ১৫:০৩
দুর্ঘটনা কবলিত দুই ট্রাক । ছবি :বাসস

যশোর,১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার মণিরামপুরে আজ সকাল ৮টার দিকে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার যশোর-মণিরামপুর সড়কের মনিরামপুর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, ট্রাকচালক রাজু (৩২) ও হেলপার এরফান (২৮)। তারা দুজনেই সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী মাছবোঝাই একটি ট্রাক মণিরামপুর বাজার এলাকায় মণিরামপুর তেল পাম্পের সামনে পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

ওসি আরো জানান, ট্রাকচালক রাজু ও হেলপার এরফান ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০