ভোলা উপকুলের নদনদীর ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:০৪
ছবি : বাসস

ভোলা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার উপকুলে বৈরী আবহাওয়া ও একটানা মুষলধার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে উপকুলের নদনদী উত্তাল থাকায় গত ১১ দিন ধরে জেলার অভ্যন্তরীণ ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। 

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায়  লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের  ভোগান্তি চরম আকার ধারন করেছে। এছাড়া গত ১১ দিন ধরে একটানা মুষলধার বৃষ্টিতে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আর বিপাকে পড়েছে অফিস, স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।

গত ২৪ ঘন্টায় ভোলায় প্রায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন, ভোলা আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান। 

তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে কিছু ফেরি চলাচল করছে। আজ সকাল থেকে ফেরিতে কিছু যাত্রী পারাপার করতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিএ'ও ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বাসস'কে জানান, এখনো নদীপথ স্বাভাবিক হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটলে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবেনা বলেও জানান,এ বন্দর কর্মকর্তা। 

ভোলার মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো. আলাউদ্দিন বাসস'কে জানান, নদী উত্তাল থাকায় ডেঞ্জার জোনে তাদের কর্ণফফুী সিরিজের লঞ্চগুলো হাতিয়া, মনপুরা, চরফ্যাশন ও হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকা রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে।  

ভোলার আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এখন তিন নম্বর শতর্ক সংকেত জারি রয়েছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত একটানা বৃষ্টিপাত অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০