ভোলা উপকুলের নদনদীর ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:০৪
ছবি : বাসস

ভোলা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার উপকুলে বৈরী আবহাওয়া ও একটানা মুষলধার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে উপকুলের নদনদী উত্তাল থাকায় গত ১১ দিন ধরে জেলার অভ্যন্তরীণ ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। 

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায়  লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের  ভোগান্তি চরম আকার ধারন করেছে। এছাড়া গত ১১ দিন ধরে একটানা মুষলধার বৃষ্টিতে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আর বিপাকে পড়েছে অফিস, স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।

গত ২৪ ঘন্টায় ভোলায় প্রায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন, ভোলা আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান। 

তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে কিছু ফেরি চলাচল করছে। আজ সকাল থেকে ফেরিতে কিছু যাত্রী পারাপার করতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিএ'ও ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বাসস'কে জানান, এখনো নদীপথ স্বাভাবিক হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটলে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবেনা বলেও জানান,এ বন্দর কর্মকর্তা। 

ভোলার মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো. আলাউদ্দিন বাসস'কে জানান, নদী উত্তাল থাকায় ডেঞ্জার জোনে তাদের কর্ণফফুী সিরিজের লঞ্চগুলো হাতিয়া, মনপুরা, চরফ্যাশন ও হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকা রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে।  

ভোলার আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এখন তিন নম্বর শতর্ক সংকেত জারি রয়েছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত একটানা বৃষ্টিপাত অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০