ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বান্দরবানে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে নানি-নাতনি। দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হন। তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে ম্রো সম্প্রদায়ের তিন নারী প্রাণ হারান। আহত হয়েছেন পাঁচজন।
নিহতরা হলেন, তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তার ছিঁড়ে পড়ার পর সেটি স্পর্শ করলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। আহতরাও সেই তারে জড়িয়ে পড়েছিলেন।
পুলিশ সুপার আরো জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।