বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে তিন নারী নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:১৪
প্রতীকী ছবি

ঢাকা,  ১৪ জুলাই, ২০২৫ (বাসস): বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বান্দরবানে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে নানি-নাতনি। দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হন। তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে ম্রো সম্প্রদায়ের তিন নারী প্রাণ হারান। আহত হয়েছেন পাঁচজন।

নিহতরা হলেন, তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তার ছিঁড়ে পড়ার পর সেটি স্পর্শ করলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। আহতরাও সেই তারে জড়িয়ে পড়েছিলেন।

পুলিশ সুপার আরো জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
১০