বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে তিন নারী নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:১৪
প্রতীকী ছবি

ঢাকা,  ১৪ জুলাই, ২০২৫ (বাসস): বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বান্দরবানে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে নানি-নাতনি। দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হন। তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে ম্রো সম্প্রদায়ের তিন নারী প্রাণ হারান। আহত হয়েছেন পাঁচজন।

নিহতরা হলেন, তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তার ছিঁড়ে পড়ার পর সেটি স্পর্শ করলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। আহতরাও সেই তারে জড়িয়ে পড়েছিলেন।

পুলিশ সুপার আরো জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: মৎস্য উপদেষ্টা
জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার
জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ
জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সফল করতে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অস্ট্রেলিয়ার সহায়তার অঙ্গীকার
নীলফামারীতে জাসাস-জিয়া পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
শেখ হাসিনার বক্তব্যে সিলেটে ক্ষোভ-উত্তেজনা ছড়িয়ে পড়ে, শাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন আকতার হোসেন
১০