বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে তিন নারী নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:১৪
প্রতীকী ছবি

ঢাকা,  ১৪ জুলাই, ২০২৫ (বাসস): বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বান্দরবানে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে নানি-নাতনি। দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হন। তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে ম্রো সম্প্রদায়ের তিন নারী প্রাণ হারান। আহত হয়েছেন পাঁচজন।

নিহতরা হলেন, তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তার ছিঁড়ে পড়ার পর সেটি স্পর্শ করলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। আহতরাও সেই তারে জড়িয়ে পড়েছিলেন।

পুলিশ সুপার আরো জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০