রাঙ্গামাটিতে জুলাই আন্দোলনে নারীদের গৗরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:৫৫
সোমবার রাঙ্গামাটির জেলা কার্যালয়ে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি,  ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ সকাল ১১টায় জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার মো. রুহুল আমিন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা বিথি চাকমা, রাকেশ চাকমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই ২০২৪ ছিলো জাতিকে নতুনভাবে পথ দেখানোর দিন। এই দিন গুলোতে রাজপথে পুরুষের পাশাপাশি নারীরা সাহসী ভূমিকা রাখে। নারীদের অবদান কখনোই জাতি অস্বীকার করতে পারবে না। আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নারীদের ভূমিকা অপরিসীম বলেও উল্লেখ করেন। পরে জুলাই আন্দোলনে বিভিন্ন চিত্র নিয়ে চলচিত্র প্রদর্শনী করা হয়।

এ অনুষ্ঠানে  রাঙ্গামাটির বিভিন্ন এলাকার শতাধিক নারী উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে 
মেটাকে শিশুদের জন্য সংবেদনশীল চ্যাটবট সরানোর আহ্বান ব্রাজিলের
স্পেনে তাপপ্রবাহে ১৬ দিনে ১১ শতাধিক মৃত্যু
বেনিনে বাস সেতু থেকে নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭
চট্টগ্রামের ডিসি গণশুনানিতে করলেন ২৫টি সমস্যার প্রতিকার
সিলেটে আরো দুই লাখ ২০ হাজার ঘনফুট পাথর জব্দ
যশোরে স্বর্ণের বার জব্দ, আটক ১
ডাকসুর মনোনয়নপত্র বিক্রি: জমার শেষ সময় আগামীকাল
কক্সবাজারে ওসির স্বাক্ষর জাল করে পুলিশের বেতন-ভাতার টাকা আত্মসাৎ, দুদকের মামলা 
১০