রাঙ্গামাটিতে জুলাই আন্দোলনে নারীদের গৗরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:৫৫
সোমবার রাঙ্গামাটির জেলা কার্যালয়ে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি,  ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ সকাল ১১টায় জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার মো. রুহুল আমিন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা বিথি চাকমা, রাকেশ চাকমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই ২০২৪ ছিলো জাতিকে নতুনভাবে পথ দেখানোর দিন। এই দিন গুলোতে রাজপথে পুরুষের পাশাপাশি নারীরা সাহসী ভূমিকা রাখে। নারীদের অবদান কখনোই জাতি অস্বীকার করতে পারবে না। আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নারীদের ভূমিকা অপরিসীম বলেও উল্লেখ করেন। পরে জুলাই আন্দোলনে বিভিন্ন চিত্র নিয়ে চলচিত্র প্রদর্শনী করা হয়।

এ অনুষ্ঠানে  রাঙ্গামাটির বিভিন্ন এলাকার শতাধিক নারী উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
১০