গোপালগঞ্জ, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলার মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার পশ্চিম গোপিনাথপুর এলাকায় মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর সরদার মুকসুদপুর পৌরসভার পশ্চিম গোপিনাথপুর গ্রামের বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পশ্চিম গোপিনাথপুর এলাকায় মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গীর সরদার। এ সময় একটি দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'অজ্ঞাত যানবাহনের চাপায় একজন নিহত হয়েছে। সড়ক চলাচল স্বাভাবিক আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।'