রাজশাহী, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : শিক্ষাজীবন সহজ করতে ৪৭৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে রাজশাহী জেলা পরিষদ।
জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় এসএসসি বা সমমানের ২১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এবং এইচএসসি বা সমমানের ২৬৩ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
আজ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক হাবিবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল ওহাব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।