চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। ৫ আগস্ট এর উদ্বোধন হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সোমবার (১৪ জুলাই) সকালে নগরীর পাঁচলাইশে ‘জুলাই স্মৃতি উদ্যানে’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের আমরা উদ্বোধন করলাম। আগামী ৫ আগস্ট একযোগে সারা বাংলাদেশে এটার উদ্বোধন হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে।’
জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দায়দায়িত্ব সরকার নিচ্ছে বা নিয়েছে। জুলাইয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা চট্টগ্রামে সরকারি হাসপাতালের পাশাপাশি দুই-তিনটা প্রাইভেট হাসপাতালও প্রস্তুত রেখেছি। সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে পাঠানো হবে বিদেশে। এই চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার। এর বাইরে তাদের নগদ অর্থসহায়তা দেওয়া হবে।’
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা কোহিনূর বেগম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।