নড়াইল, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. প্রশান্ত কুমার মল্লিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার।
জনসংখ্যা দিবসের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হাবিব।
আলোচনাসভা শেষে পরিবার পরিকল্পনা কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য চারজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।