ফরিদপুর, ১৪ জুলাই ২০২৫ (বাসস): জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে শহরে দু’টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় মার্কেটে ফিতা কেটে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে, শহরের সোনালী ব্যাংকের মোড়ে অপর কেন্দ্রটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল জানান, জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে পর্যায়ক্রমে জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে। আজ শহরে দুটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও জানান, ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে জনসাধারণ সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানিমুক্ত সেবা পাবেন। ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা এ কেন্দ্র থেকে পাওয়া যাবে।