খুলনায় ‘কমিউনিটি ফোরাম’ প্রকল্পের সূচনা সভা 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:৫৫
ছবি : বাসস

খুলনা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে আজ ‘কমিউনিটি ফোরাম’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সরকারের সঙ্গে সহযোগিতা, সেবামূলক কার্যক্রম, নাগরিক অধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্প কাজ করবে।

সভায় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান সভাপতিত্ব করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় কেসিসি সচিব বলেন, এ প্রকল্পটি খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নির্ধারিত ২৪টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি ওয়ার্ড কমিটিতে ৪০জন সদস্য রয়েছেন। ২৪টি ওয়ার্ডে ২৪টি যুব কমিটি গঠন করার কাজ অব্যাহত রয়েছে। এ প্রকল্পের অধীন ২৪টি কমিটির ৯৬০জন সদস্যকে লিঙ্গ সমতা, মানবাধিকার, প্রাথমিক ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা এবং আয়মূখী কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এই প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো বস্তি বা বস্তি সংশ্লিষ্ট সাধারণ মানুষের জন্য সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যদিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করা। প্রশিক্ষণ ও কার্যক্রম বাস্তবায়নের মধ্যদিয়ে ২৪টি প্রশাসনিক ওয়ার্ডে ওয়ার্ড কমিটি ও একটি কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে তাদের অধিকার ও দায়িত্ব-কর্তব্যের বিষয়ে তথ্য দেওয়া এবং সক্ষমতা বৃদ্ধি করা।

শরীফ জানান, সরকারের সেবামূলক সংস্থাগুলো বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের সঙ্গে সাধারণ উপকারভোগী মানুষের দূরত্ব লাঘব করে পরস্পরের অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতামূলক ও কার্যকরী সম্পর্ক তৈরি করা। এছাড়া এ প্রকল্পের অধীনে ২৪টি কমিটির ৪৮০জন মহিলা সদস্যকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের কাজ চলছে। কমিউনিটি ফোরামকে আরও গ্রহণযোগ্য, ভারসাম্যপূর্ণ ও এর কণ্ঠস্বর শক্তিশালী করার জন্য সুশীল সমাজের কিছু সদস্য যেমন- উন্নয়নকর্মী সংস্থা, স্থানীয় স্বনামধন্য ব্যক্তি, বস্তির নেতা, অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম ও কমিউনিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান।

প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন এ্যাডামস ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিজানুর রহমান রাজা। সভায় কেসিসি’র কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড কমিউনিটি ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীতে নতুন ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয় : চরমোনাই পীর
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
১০