চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:০০

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ডিএবি পেট্রলপাম্পের সামনে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে এক জন নিহত ও আট জন আহত হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়। এই ঘটনায় ৯ জনকে হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রত্না চৌধুরী (৪০) নামের এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটিকে জব্দ করা হয়েছে। 

কুমিরা হাইওয়ে পুলিশ জানায়, সিমেন্ট কোম্পানির মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে বাসের ৯ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে দুইটার দিকে রত্না চৌধুরী মৃত্যুবরণ করেন। 

নিহত রত্না চৌধুরী সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এলাকার বসন্ত চৌধুরীর স্ত্রী।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম বলেন, হাসপাতালে আনার পর রত্না চৌধুরীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। 

তারা হলেন- বাসচালক মো. জাহেদ (২৪), বাসের যাত্রী গৌরাঙ্গ বিশ্বাস (৪২), শাহীনুর ইসলাম (৪২), রাশেদ (৪৫), ইরফান (৯), মনোয়ারা বেগম (৪০) রতন চৌধুরী (৪০) ও অজ্ঞাত একজন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীতে নতুন ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয় : চরমোনাই পীর
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
১০