চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:০০

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ডিএবি পেট্রলপাম্পের সামনে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে এক জন নিহত ও আট জন আহত হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়। এই ঘটনায় ৯ জনকে হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রত্না চৌধুরী (৪০) নামের এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটিকে জব্দ করা হয়েছে। 

কুমিরা হাইওয়ে পুলিশ জানায়, সিমেন্ট কোম্পানির মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে বাসের ৯ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে দুইটার দিকে রত্না চৌধুরী মৃত্যুবরণ করেন। 

নিহত রত্না চৌধুরী সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এলাকার বসন্ত চৌধুরীর স্ত্রী।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম বলেন, হাসপাতালে আনার পর রত্না চৌধুরীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। 

তারা হলেন- বাসচালক মো. জাহেদ (২৪), বাসের যাত্রী গৌরাঙ্গ বিশ্বাস (৪২), শাহীনুর ইসলাম (৪২), রাশেদ (৪৫), ইরফান (৯), মনোয়ারা বেগম (৪০) রতন চৌধুরী (৪০) ও অজ্ঞাত একজন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: মৎস্য উপদেষ্টা
১০