চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধু খুন, স্বামী আটক 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:০৫

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নিজ বাসায় ছুরিকাঘাতে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার মধ্যরাতে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ফেরদৌস আক্তার (২৭) কাটগড় এলাকার বাসিন্দা পেশায় নির্মাণ শ্রমিক লোকমান হোসেনের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে ফেরদৌসকে হত্যা করা হয়েছে। 

পুলিশ ওই নারীর স্বামীকে আটক করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ওই পরিবারের আরও পাঁচ সদস্যকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতের বড় ভাই মামুন খান জানান, বোনের শ্বশুরবাড়ি আর তাদের বাসা পাশাপাশি। 

তিনি বলেন, রোববার রাতে তাদের বাসা থেকে ঝগড়া ও কান্নাকাটির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর ফেরদৌসের কান্নার শব্দ পেয়ে ওই বাসায় গিয়ে দেখি, আমার বোন উঠানের মধ্যে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। তার স্বামী লোকমানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি ও লোকমান মিলে ফোরদৌসকে গাড়িতে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে আমার বোনের মৃত্যু হয়। 

রাতে হাসপাতাল থেকে লোকমানকে পুলিশ আটক করে। তবে তার মা ও দুই ভাই, ভাবি ও ভাতিজা পালিয়ে গেছে।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক বিষয়ে কলহের কারণে খুনের ঘটনাটি ঘটেছে। ভিকটিমের দেবর তাকে ছুরিকাঘাত করেছে বলে শুনেছি। ভিকটিমের হাজবেন্ড আমাদের হেফাজতে আছে। দেবরসহ পরিবারের আরও পাঁচ সদস্য পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।’ 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল বিশ্ব পরিসংখ্যান দিবস
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
১০