চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধু খুন, স্বামী আটক 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:০৫

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নিজ বাসায় ছুরিকাঘাতে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার মধ্যরাতে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ফেরদৌস আক্তার (২৭) কাটগড় এলাকার বাসিন্দা পেশায় নির্মাণ শ্রমিক লোকমান হোসেনের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে ফেরদৌসকে হত্যা করা হয়েছে। 

পুলিশ ওই নারীর স্বামীকে আটক করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ওই পরিবারের আরও পাঁচ সদস্যকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতের বড় ভাই মামুন খান জানান, বোনের শ্বশুরবাড়ি আর তাদের বাসা পাশাপাশি। 

তিনি বলেন, রোববার রাতে তাদের বাসা থেকে ঝগড়া ও কান্নাকাটির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর ফেরদৌসের কান্নার শব্দ পেয়ে ওই বাসায় গিয়ে দেখি, আমার বোন উঠানের মধ্যে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। তার স্বামী লোকমানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি ও লোকমান মিলে ফোরদৌসকে গাড়িতে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে আমার বোনের মৃত্যু হয়। 

রাতে হাসপাতাল থেকে লোকমানকে পুলিশ আটক করে। তবে তার মা ও দুই ভাই, ভাবি ও ভাতিজা পালিয়ে গেছে।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক বিষয়ে কলহের কারণে খুনের ঘটনাটি ঘটেছে। ভিকটিমের দেবর তাকে ছুরিকাঘাত করেছে বলে শুনেছি। ভিকটিমের হাজবেন্ড আমাদের হেফাজতে আছে। দেবরসহ পরিবারের আরও পাঁচ সদস্য পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।’ 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০