মেহেরপুর, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : জেলার গাংনী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিবরিয়া হোসেন (৫৫) ও রিনা খাতুন (৪৬) নামের দু’জন মারা গেছেন। তারা সম্পর্কে স্বামী- স্ত্রী।
আজ সোমবার বিকেলে গাংনী উপজেলার চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চৌগাছা গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি কিবরিয়া হোসেন ঘর থেকে বাইসাইকেল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী রিনা খাতুন তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামী-স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তাদের মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎস্পৃষ্ট কিবরিয়া হোসেন ও তার স্ত্রী রিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী- স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।